ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চলন্ত নৌকা থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামী আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৪, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে কারাগারে নেওয়ার পথে চলন্ত নৌকা থেকে পালানো দণ্ডপ্রাপ্ত জেলে বাছেদ আলীকে (২০) পুনরায় আটক করেছে থানা পুলিশ।  সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে। 

শনিবার (২২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের সখিপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চৌহালী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, সিরাজগঞ্জের চৌহালীতে ইলিশ ধরায় বুধবার সকালে মোবাইল কোর্টে বাছেদসহ ২২ জেলেকে ১ মাস দণ্ড দেয়া হয়। এরপর জেলেদের কারাগারে নেবার পথে নৌকা থেকে কুকুরিয়ায় লাফ দিয়ে পালিয়ে যায় বাছেদ। পরে তাকে আটক করে রোববার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি